শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত
প্রকাশ: ১২:৩৯ pm ০৮-১২-২০১৬ হালনাগাদ: ১২:৪৪ pm ০৮-১২-২০১৬
 
 
 


কেরানীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন, যারা সোনার দোকানে ডাকাতির দলের সদস‌্য বলে পুলিশের ভাষ‌্য।

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলছেন, বুধবার গভীর রাতে উপজেলার রুহিতপুরের পোড়াহাঁটি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনতাজুল ইসলাম (৩৫) ও সবুজ (৩২)। তারা মাইক্রোবাস দিয়ে ঢাকাও আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন গয়নার দোকানে ডাকাতি চালিয়ে আসছিল বলে মিজান শাফিউর রহমান জানান।

তিনি বলেন, পোড়াহাঁটি এলাকায় ওই ডাকাত দলের সদস‌্যদের অবস্থানের খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়।

“পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস‌্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন‌্য পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর দুইজনকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

রাত সাড়ে ৩টার দিকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার জানান।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন বলেন, “রেজা নামে একজন উপ পরিদর্শক ওই দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের শরীরের গুলির চিহ্ন ছিল।”

মিজান শাফিউর রহমান বলেন, মনতাজ ওই ডাকাত দলের নেতা। তার একটি ফেইসবুক পেইজ আছে, সেখানে বিভিন্ন সময়ে সরকারবিরোধী ও জামায়াতপন্থিত বিভিন্ন পোস্টও দেখা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও একটি গাড়ি উদ্ধার করেছে বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন জানান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT