গণভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্য আতিকুর রহমান (২৮) মারা গেছেন।
শুক্রবার দিবাগত ১২টার দিকে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস জানিয়েছেন, তিনি এসপিবিএন সদস্যদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। নিজের অস্ত্র থেকেও অসাবধানতাবশত গুলি বের হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা আছে বলে জানান তিনি।