বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাসিনা-প্রণব
প্রকাশ: ০৯:৫৭ am ১৬-০১-২০১৮ হালনাগাদ: ১১:০৮ am ১৬-০১-২০১৮
 
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে গণভবনে তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় প্রণব মুখার্জির সঙ্গে উপস্থিত ছিলেন। গণভবনে শেখ হাসিনা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় শেখ হেলালউদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন। পরে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও তার মেয়েকে গণভবনে ঘরোয়া মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার সকালে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রণব। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে দেওয়া হবে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মাস্টারদা সূর্য সেনের জন্মভূমি রাউজানে যাবেন প্রণব। রাত কাটাবেন চট্টগ্রামেই। বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা ফিরে ভারতের সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তার ভারতে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখোপাধ্যায়। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখোপাধ্যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT