মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত
প্রকাশ: ০৯:১৯ am ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:২৪ am ০৮-০৮-২০১৭
 
 
 


গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এছাড়া, রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী ছাপাখানা ব্যবসায়ী, চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার চালক, ময়মনসিংহের ভালুকায় বাসের অজ্ঞাত যাত্রী এবং হবিগঞ্জের বানিয়াচং ও রাজশাহীর গোদাগাড়ীতে দুই শিশু। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। 
গতকাল দুপুরে কাভার্ড ভ্যান ও লেগুনার (যাত্রীবাহী পিকআপ) সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়। গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হল গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি (১৭), ভাওরাইদের ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার শিখা (১৬) এবং উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা (১৬)। তারা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিল। নিহত অপর দুজনের একজন লেগুনাচালক (৩৫) ও অপরজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩০)। আহতরা হল রাজেন্দ্রপুর এলাকার শরিফ, খাইলকুর এলাকার রেজাউল, সালানা এলাকার গিয়াস উদ্দিন, জয়দেবপুরের ছায়াতরু এলাকার শহীদুল, জয়দেবপুর এলাকার মামুন ও অজ্ঞাত একজন। একই দিন বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটির পোড়াবাড়ী এলাকায় মুরগির খাঁচাবাহী পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপের ওপর থেকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায় পিক-আপটির হেলপার শাহ আলম। এছাড়া, সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সুরাবাড়ি ব্রিজ এলাকায় প্রাইভেট কার খাদে পড়ে এর চালক নিহত এবং দুই যাত্রী আহত হয়েছে। নিহত আরাফাত হোসেন (২০) টঙ্গীর মন্নুনগর এলাকার বাসিন্দা আবদুর রবের ছেলে। আহত দুজন হল-জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকার মোক্তার আলীর ছেলে জুয়েল ও একই জেলার বকসীগঞ্জ থানার শান্তিনগর এলাকার ঈমান আলীর ছেলে বাবু মিয়া। হতাহতরা সবাই স্থানীয় ইউসুফ আলী মার্কেটের ফখরুল ইসলাম ওয়ার্কশপের কর্মী। তারা কারটি সারাই করে পরীক্ষামূলকভাবে চালাতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT