রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বাড়ির উদ্দেশে ট্রেনে ওঠা বিদেশফেরত যুবকের লাশ মিলল গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায়। ওই এলাকার রেলপথের পাশ থেকে প্রবাসী সফিকুল ইসলামের (৩৫) লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
রেলপুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় রেলপথের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লালকে খবর দেন। পরে কাউন্সিলর পুলিশে খবর দেন।
পুলিশ এসে তার লাশ ও পাশে পড়ে থাকা একটি ব্যাগ উদ্ধার করে। সেখানে তার ও তার স্ত্রীর পাসপোর্ট থেকে পরিচয় শনাক্ত পুলিশ।
সফিকুলের মায়ের বরাত দিয়ে কাউন্সিলর বিল্লাল জানান, ২০০৭ সালে চাকরি নিয়ে মালয়েশিয়া যাওয়ার পর সেখানে স্থানীয় এক নারীকে বিয়ে করেন তিনি। স্ত্রীর কাগজপত্র তৈরি করতে বাংলাদেশে এসেছিলেন। বিমান থেকে নামার পর তিনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠেন। এর পর সকালে তার লাশ পাওয়া যায়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশ ফেরত দেখে আগে থেকে অনুসরণ করা কোনো ছিনতাইকারী সফিকুলের সঙ্গে থাকা মালপত্র ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দিতে পারেন।