গাজীপুর সিটি করপোরেশনে কথিত গরু ডাকাতির ঘটনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন গুলিবিদ্ধ হয়েছে।
আহতদের তিনজন সিরাজগঞ্জ, বরগুনা ও ঢাকার বাসিন্দা। তাদের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।
র্যাব কর্মকর্তা মহিউল বলছেন, রাত ৩টার দিকে সিটি করপোরেশনের রাচেন্দ্রপুর-বাংলাবাজার এলাকায় ডাকাতরা খামার থেকে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে এমন খবর আসে।
“র্যাব সদস্যরা দক্ষিণ সালনা এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি ট্রাক গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা চালায়। র্যাব তাদের ধাওয়া করলে বন্দুযুদ্ধ হয়।”
ঘটনার বর্ণনায় এই র্যাব কর্মকর্তা বলেন, “গরুবাহী ট্রাকটি চান্দনা চোরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তারা মহাসড়ক ছেড়ে ইটাহাটার দিকে যায়।
“পলানোর সময় তারা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করে। ভোর পৌনে ৫টার দিকে গুলিবিদ্ধ দুইজনকে একটি পিস্তলসহ উদ্ধার করা হয়। এছাড়া এলাকাবাসী আরও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।”
আহতদের প্রথমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয় বলে জানান র্যাব কর্মকর্তা মহিউল।
আহতদের মধ্যে তিনজন হলেন - সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২০), বরগুনার বেতাগি থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদা-মান্ডা এলকার শাওন (২৮)। অন্যজন গুরুতর আহত হওয়ায় কথা বলতে না পারায় পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।