শেয়ার বাজারে অবৈধ লেনদেনের দায়ে জরিমানা গুনতে হচ্ছে ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পরিবারকে। একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন আরও ২১ জন। ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) রুপানি পরিবারকে এ জরিমানা করেছে । রুপানির প্রতিষ্ঠান এইচইউএফকে ১৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিন অভিযুক্ত ব্যক্তির প্রত্যেককে ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন দুই দালাল, যাদের প্রত্যেককে আট লাখ রুপি জরিমানা দিতে হবে বলে জানা গেছে। ২০১৬ সালের আগস্টে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রুপানি।