পাইপ লাইনে গ্যাস সঞ্চালনের জন্য গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং জয়দেবপুর থানা এলাকার বন বিভাগের ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সঞ্চালন পাইপ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব করে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
১৩ হাজার ৩৫৬টি গাছ কর্তন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব। তবে এর দ্বিগুণ সংখ্যক গাছ লাগাতে হবে।
তিতাস গ্যাস কোম্পানি ১৩ হাজারের জায়গায় ২৬ হাজার গাছ লাগাবে।
এছাড়া ‘ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে চাকরিতে কমপক্ষে নয় বছর পূর্ণ হলে চাকরি স্থায়ী হতো, এখন তা কমিয়ে আনা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।