চলতি মাসে আরও এক দফা ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। বুধবার চলতি (অগাস্ট) মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তাছাড়া, মৌসুমী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে বন্যার শঙ্কা রয়েছে। সূত্র আরও জানিয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে দ্বিতীয় সপ্তাহেও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা দেখা দিতে পারে।