চৈত্রের সকালে ‘আষাঢ়ে বৃষ্টি’। সোমবার সকাল থেকে সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও আবার বজ্রসহ ভারি বৃষ্টিও হচ্ছে। গোটা দিনভর এমন গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত সংবাদ মোতাবেক, সোমবার সারাদিন এমন বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে কিছুটা কমে আসতে পারে বৃষ্টি।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপ ছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন অঞ্চলে সৃষ্ট লঘুচাপের ফলে এই বৃষ্টি।
রাজধানী ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।