শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চাঁদপুরে খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড
প্রকাশ: ০৩:১০ pm ০৩-০৪-২০১৭ হালনাগাদ: ০৩:২০ pm ০৩-০৪-২০১৭
 
 
 


চাঁদপুরে সিরাজুল ইসলাম হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আসামির উপস্থিতিতে সোমবার এ আদেশ দেন।

এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। এ টাকা নিহতের পরিবারকে দিতে হবে বলে আদালতের আদেশ।

দণ্ডপ্রাপ্ত মো. আব্দুস সাত্তার জেলার ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকার আরশাদ আলী মৈশালের ছেলে।

অতিরিক্ত পিপি সায়েদুল ইসলাম বাবু জানান, ২০০০ সালের ৮ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকায় আব্দুস সাত্তার ও সিরাজুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“একপর্যায়ে সাত্তার কুড়াল দিয়ে সিরাজুল ইসলামকে আঘাত করে। এতে সিরাজের মৃত্যু হয়।”

ঘটনার পর সিরাজের ভাই মিজানুর রহমান একই দিনে মামলা দায়ের করেন। ২০০১ সালের ২৭ জুন ফরিদগঞ্জ থানার এসআই ফারুক আহাম্মদ চৌধুরী এবং এসআই স্বপন কুমার মজুমদার আদালতে অভিযোগপত্র দেন।

পিপি সায়েদুল বলেন, “আদালতে মোট সাতজনের সাক্ষ্য নেয়। সাত্তার খুনি প্রমাণিত হওয়ায় বিচারক মামুনুর রশিদ তাকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডাদেশ দেন।”

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT