চিকুনগুনিয়ায় আক্রান্তদের কেন ক্ষতিপূরণ নয়। রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (০৯ জুলাই) দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন। রিটে স্বাস্থ্য সচিব ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজনকে বিবাদী করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী সুজাউদ-দৌলা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এর আগে ৪ জুলাই ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদন করা হয়। শুরু হয় শুনানি।এরপর ৮ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।