চীনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার মধ্যরাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানঝি প্রদেশের গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার। দমকল বিভাগের কর্মীরা জানান, স্থানীয় সময় রাত দেড়টায় পাঁচতলা ওই ভবনে আগুন লাগে। এ সময় সেখানে ১৯ জন আটকা পড়ে। ভবনটি প্রাদেশিক রাজধানী জিয়ানের ইয়ান্তা জেলায় অবস্থিত। আটকে পড়াদের উদ্ধার করার পর এদের চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন গুরুতর আহত ও ১১ জন সামান্য আহত হয়েছে। আটকে পড়াদের মধ্যে দুই জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক বাইকের কারণে এই অগ্নিকাণ্ডেরর সূত্রপাত ঘটে। এতে ভবনটির দোতলায় আগুন ধরে যায় বলেও জানান দমকল বিভাগের কর্মীরা।