শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
প্রকাশ: ১১:১৭ am ০৭-০৭-২০১৮ হালনাগাদ: ১১:১৯ am ০৭-০৭-২০১৮
 
 
 


নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোস্ত (৪৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার লক্ষারপুর চাঁদমারি এলাকায় নড়াইল-লোহাগড়া সড়কে এ ঘটনা ঘটে।

মোস্ত নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের পাখি মোল্লার ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে লক্ষারপুর চাঁদমারি এলাকায় একদল মাদক বিক্রেতা অবস্থান করছে - এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক বিক্রেতারা পালিয়ে যান। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ অভিযানে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পাইপ গান, গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়। পরে স্বজনরা হাসপাতালে এসে মরদেহটি মোস্তর বলে শনাক্ত করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT