সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চীনের প্রতি হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রকাশ: ১২:৪১ pm ৩০-০৭-২০১৭ হালনাগাদ: ১২:৪২ pm ৩০-০৭-২০১৭
 
 
 


উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র নির্মাণ কার্যক্রম বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করায় চীনের প্রতি হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি জানান, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না যে চীন যুদ্ধবাজ এই দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। পিয়ংইয়ং এক মাসের মধ্যে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এরই প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, পুরো মার্কিন মুল্লুকই তাদের পারমানবিক অস্ত্রের আওতায় রয়েছে। অবশ্য চীন শনিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং সকল পক্ষকে নিজেদের সংযত রাখার আহ্বান জানিয়েছে। কিন্তু চীনের প্রতিক্রিয়ায় ট্রাম্প খুশি হতে পারেননি। উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্ককেও তিনি ভালো চোখে দেখছেন না। দুটি পৃথক টুইট বার্তায় ট্রাম্প বলেন, " আমি চীনের প্রতি খুবই হতাশ। আমাদের সাবেক বোকা নেতারা এক বছরে কোটি কোটি টাকার ব্যবসা করেছে তাদের সাথে। এরপরও চীন আলোচনা ব্যতিত উত্তর কোরিয়া বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না।" দ্বিতীয় টুইট বার্তায় তিনি বলেন, "আমরা এটা বেশিদিন চলতে দিতে পারি না। চীন সহজেই এই সমস্যার সমাধান করতে পারে।" জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা স্বত্ত্বেও চলতি বছর উত্তর কোরিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT