শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১
প্রকাশ: ০৯:৫৬ am ০৮-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:৫৯ am ০৮-০৪-২০১৮
 
 
 


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে শনিবার আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভবনের ৫০ তলায় এ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন চারজন ফায়ার সার্ভিস কর্মী।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ওই ভবনে আগুন লাগার কিছুক্ষণ পরই তা নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, ৬৭ বছর বয়সি ওই পুরুষকে আগুন নেভানোর পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ম্যানহাটনের ওই ভবনটিতে ট্রাম্পের একটি কার্যালয় ও একটি ব্যক্তিগত বাসস্থান রয়েছে। তবে আগুন লাগার সময় ট্রাম্প ভবনে ছিলেন না।

এই টুইটার বার্তায় ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘ট্রাম্প টাওয়ারে আগুন নিভে গেছে। খুবই সুসংহত ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা চমৎকার কাজ করেছেন। আপনাদের ধন্যবাদ।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT