মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চীনের বিলাসবহুল হোটেলে আগুন,নিহত ৩
প্রকাশ: ০১:৫৬ pm ২৫-০২-২০১৭ হালনাগাদ: ০২:০২ pm ২৫-০২-২০১৭
 
 
 


চীনের একটি বিলাসবহুল তারকা হোটেলে আগুনের ঘটনায় সেখানে আটকা পড়ে আছে বহু মানুষ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নানচ্যাং নগরীতে শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে অন্তত তিনজনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে।

শনিবার ভোরে জিয়াংশি প্রদেশের রাজধানীর বহুতলবিশিষ্ট ওই হোটেল ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে দ্য মিরর।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে ভবনটির বেশ কয়েকটি তলা ও ছাদ থেকে ঘন, কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীদেরও দেখা গেছে।

স্থানীয় সময় সকাল ৮টায় লাগা আগুন একটি অ্যাপার্টমেন্ট ব্লকেও ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশন ফুটেজে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা গেছে।  

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভবনটির দোতালায় নির্মাণ কাজ চলছিল, সেখানই থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এতে বহু শ্রমিক আগুনের মধ্যে আটকা পড়েন এবং একজন জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। চারতলা ওই হোটেলটি ২৪ তলা একটি অ্যাপার্টমন্টে ভবনের সঙ্গে সংযুক্ত এবং আগুনে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও আটকা পড়েছেন বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে বেইজিং রিভিউ। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT