চীনের দক্ষিণ-পশ্চিমে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে সিচুয়ান প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষনিকভাবে পাঁচজন নিহত ও ৬০ জন আহতের খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০০৮ সালে যে স্থানে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল সেখান থেকে মঙ্গলবারের আঘাত হানা স্থানটি বেশি দূরে নয়। ওই ভূমিকম্পে ৮৭ হাজার লোক নিহত অথবা নিখোঁজ হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল প্রাদেশিক রাজধানী চেংডু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সিচুয়ানের প্রাদেশিক সরকার জানিয়েছে, এ পর্যন্ত পাঁচজন নিহত ও ৬০ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।
চীনের সরকারি দৈনিক পিপল’স ডেইলি জানিয়েছে, নিহতরা সবাই পর্যটক। তবে তাদের জাতীয়তা জানা যায়নি।
প্রসঙ্গত, চীনে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানার ঘটনা ঘটে।