রাজধানীর দক্ষিণখানে কলিল বক্স রোড এলাকায় ছেলের ছুরিকাঘাতে মমতাজ বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে রাজনকে আটক করেছে পুলিশ।
দক্ষিণখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, নিজের সন্তানদের নিয়ে দক্ষিণখানে কলিল বক্স রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন মমতাজ। রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে হাবিবুল্লা খান রাজন (২৬) তার মাকে ছুরিকাঘাত আঘাত করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত জানান চেষ্টা চলছে।