জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ায় একটি ওয়ার্কশপে অভিযান চালিয়েছে র্যাব। রোববার (৩০ জুলাই) ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার হারুণ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এ অভিযান চালানো হয়। সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক মেজর ইশতিয়াক। তিনি আরও জানান, অভিযানে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। তবে ওয়ার্কশপটির গুদামের মালিক হারুনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। মালিক কৌশলে পালিয়ে গেছে। পরে ওয়ার্কশপের গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে জিহাদি বই পাওয়া যায়। হারুণ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি সরবরাহের অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়ে বলে জানান এ র্যাব কর্মকর্তা।