শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
জবির ছাত্রীকে নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ: ০৯:৩৮ am ১৫-০৫-২০১৭ হালনাগাদ: ০৯:৪৩ am ১৫-০৫-২০১৭
 
 
 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিভিন্ন রুটে শিক্ষার্থীদের চলাচলকারী বাসগুলোতে ‘কথিত বাস কমিটির’ নামে যে কমিটি আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ফারজানা ইসলাম জেবাকে বাসে নির্যাতনের বিষয়ে প্রক্টরিয়াল বডির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণকালে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গতকাল রবিবার ১২টার দিকে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদের সভাপতিত্বে সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, প্রক্টরিয়াল বডির সদস্য এবং শিক্ষার্থী ফারজানা ইসলাম জেবার বাবার উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) বিভিন্ন রুটে যে সমস্ত বাস চলাচল করে তাতে বাস কমিটি নামে কোন কমিটি না রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এসময় জেবাকে নির্যাতনের সাথে যারা জড়িত ছিলো প্রত্যেক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং জেবাকে উত্তরণ বাস থেকে বহিষ্কার এবং জঙ্গি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় ফিনান্স বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জিসান বিশ্বাসের কঠোর শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিসের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিচারেরর দাবিতে মানববন্ধন: এদিকে ফারজানা ইসলাম জেবাকে নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বাস কমিটির দৌরাত্ম্য বন্ধের দাবিতে সকাল ১১টায় ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বলেন, ফারজানা ইসলাম জেবাকে যারা বাসে নির্যাতন করেছে, মানুষিক রোগী এবং আইএস-জঙ্গী বলেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। আর বাস কমিটির মাধ্যমে যাতে আর কোন শিক্ষার্থীকে এমন নির্যাতনের শিকার না হতে হয় প্রশাসনকে অবশ্যই সে দিকে লক্ষ্য রাখতে হবে।

গত মঙ্গলবার জবির মিরপুর রুটে চলাচলকারী উত্তরণ বাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ফারজানা ইসলাম জেবাকে নির্যাতন ও মারধর করে কিছু শিক্ষার্থী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT