বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন মাহমুদ আব্বাস। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে অনুভূতি লিপিবদ্ধ করেন। এর পর স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি বকুল ফুলের চারা গাছ রোপন করে সফরসঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।
সড়ক পথে সফর সঙ্গীদের নিয়ে দুপুর ১২টা ৫২ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছায় মাহমুদ আব্বাসের গাড়ি বহর। এ সময় সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) সালাউদ্দিন আহমেদ, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ।