শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
জাতীয় ৮ দিবস বাধ্যতামূলক পালন রিট খারিজ
প্রকাশ: ০৪:২৫ pm ০৮-০১-২০১৮ হালনাগাদ: ০৪:৩৩ pm ০৮-০১-২০১৮
 
 
 


জাতীয় ৮টি দিবস পালনে দেশের সব রাজনৈতিক দলসহ নাগরিকের জন্য বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ (সামারিলি রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জানুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আর রিটের পক্ষে ছিলেন রিটকারি আইনজীবী মোজাম্মেল হক। বুধবার (৩ জানুয়ারি) আইনজীবী মো.শহীদুল ও মোজ্জাম্মেল হক হাইকোর্টে এ রিট দায়ের করেন। এই রিটে দেশের রাজনৈতিক দলগুলোকে বিবাদী করা হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনে ব্যর্থ রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাওয়া হয়। এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT