শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
জার্মানিতে বাসে আগুন, ১৮ জনের মৃত্যুর আশঙ্কা
প্রকাশ: ০৫:২৩ pm ০৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৫:৩৬ pm ০৩-০৭-২০১৭
 
 
 


জার্মানিতে সড়ক দুর্ঘটনায় একটি ভ্রমণ বাসে আগুন ধরে যাওয়ায় ১৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এই ১৮ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

জার্মানির দক্ষিণাঞ্চলের উত্তর বাভারিয়ার স্ট্যামবাকে এ-৯ সড়কে ভ্রমণ বাসটির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়।

জ্বলন্ত বাস থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে উড়োজাহাজ ব্যবহার করা হয়।

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজ ১৮ জনের কেউ বেঁচে আছেন বলে মনে হয় না। পুলিশ জানিয়েছে, ভ্রমনবাসটির পর্যটকরা জার্মান এবং স্যাক্সনি থেকে তারা ঘুরতে বেরিয়েছিলেন।

ঘটনার পর এ-৯ সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। বাসটিতে ৪৬ জন যাত্রী এবং দুজন চালক ছিলেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই বাসটি পুড়ে ছারখার হয়ে যায়।

কী কারণে বাস ও লরির মধ্যে সংঘর্ষ হয়, তা এখনো জানা যায়নি। ওই সময় ট্রাফিকও স্বাভাবিক ছিল। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT