শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
জুবায়ের আহমেদ হত্যা মামলার ৫ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন
প্রকাশ: ০৩:৫৪ pm ২৪-০১-২০১৮ হালনাগাদ: ০৩:৫৭ pm ২৪-০১-২০১৮
 
 
 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ও ছাত্রলীগকর্মী জুবায়ের আহমেদ হত্যা মামলার ৫ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে । বুধবার (২৪ জানুয়ারি) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। খালাস দেয়া হয়েছে ৪জনকে।দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় বহাল রাখেন হাইকোর্ট। এ মামলায় নম্নি আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের করা আপিল এবং নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর গত ৯ জানুয়ারি শুনানি শেষে ২৩ জানুয়ারি রায়ের দিন নির্ধারণ করেন হাইকোর্ট।বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি দেশের বাইরে থাকায় রায় ঘোষণা হচ্ছে না রায় একদিন পিছিয়ে দেয়া হয়। জুবায়ের হত্যা মামলায় বিচার শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রায় দেন। পাঁচজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইছ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম। এদের মধ্যে রাশেদুল ইসলাম ছাড়া অন্য চারজন পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন পরিসংখ্যান বিভাগের শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ডু অভি, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ ও ইশতিয়াক মেহবুব অরূপ, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম এবং অনুবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু। এদের মধ্যে অরূপ পলাতক থাকলেও অন্যরা কারাগারে। নিজ দলীয় প্রতিপক্ষ ২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়েরকে কুপিয়ে আহত করে। তাঁকে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে এবং পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৯ জানুয়ারি মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সে সময়কার রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT