জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতার হলেন- নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান ও শুরা সদস্য বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টার, শুরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজান, সক্রিয় সদস্য আলমগীর ওরফে আরিফ, সক্রিয় সদস্য আফজাল ওরফে লিমন । তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, ম্যাগাজিন, ১টি চাপাতি ও ৪টি বর্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া বাবুল আক্তারের সাংগঠনিক নাম বাবুল মাস্টার । বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায় । ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলমের পর নব্য জেএমবির উত্তরবঙ্গের নেতৃত্ব দিচ্ছিলেন বাবুল।