বিতর্কিত বিষয়ে চিঠি লিখে চাকরি হারানো গুগলের জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী জেমস ডিমোরকে সমর্থন জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ডিমোরের চিঠির বিষয়ে পরপর পাঁটটি টুইট পোস্ট করে তিনি জেমস ডিমোরকে নিজ প্রতিষ্ঠান উইকিলিকসে চাকরির প্রস্তাব দিয়েছেন। টুইট পোস্টে তিনি লেখেন, সেন্সরশিপ শুধু ব্যর্থদের প্রয়োজন। উইকিলিকস গুগলের অপসারিত প্রকৌশলীকে চাকরির প্রস্তাব দিচ্ছে। আরেকটি টুইটে তিনি লেখেন, নারী ও পুরুষ উভয়েরই সম্মান প্রাপ্য। কেউ বিনয়ের সঙ্গে নিজের মতামত প্রকাশ করলে তাকে ছাঁটাই না করে যুক্তিতর্কের মাধ্যমে বুঝিয়ে বলাটাও এই সম্মানের মধ্যেই পড়ে। তৃতীয় টুইটে তিনি ডিমোরের লেখা চিঠিটির প্রশংসা করেন।