রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
এবার গুগল ম্যাপসে জানা যাবে রাস্তার জ্যামের খবর
প্রকাশ: ০৩:২৯ pm ১১-১১-২০১৭ হালনাগাদ: ০৩:৩৭ pm ১১-১১-২০১৭
 
 
 


এবার ম্যাপ ও নেভিগেশনের সঙ্গে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে রাস্তার জ্যামের খবর।

এ ফিচার অনেক দেশে আগে থেকেই চালু থাকলেও ঢাকার জন্য চালু হয়েছে গত বৃহস্পতিবার বিকেল থেকে।

অনেকের মতে, রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপসের বিকল্প কমই রয়েছে। রাস্তার পাশের একে-ওকে জিজ্ঞাস করার চেয়ে অনেকেই এখন হাতের স্মার্টফোনে জেনে নিচ্ছেন গন্তব্যের নিশানা। বিশেষ করে ঢাকার রাস্তার জটলার নির্ভুল ম্যাপ দেখাতে পারা এ সেবা সত্যই বিস্ময়কর।

জ্যামের খবর জানিতে রাজধানীবাসীর জন্য আরও চমক হয়ে দেখা দেবে।

এ ফিচার ব্যবহার করে রাজধানীর মূল রাস্তাগুলোর অবস্থা জানতে ম্যাপের মেন্যু থেকে ট্রাফিক অপশনটি চালু করতে হবে।

এর পর রাস্তাগুলোর ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রঙয়ের কিছু রেখা দেখতে পাওয়া যাবে। সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে।

অপশনটি চালু থাকা অবস্থায় ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।

তবে অলিগলি বা অপ্রচলিত রাস্তার অবস্থা দেখার জন্য সেবাটি এখনও চালু করা হয়নি।

যারা গুগল ম্যাপসে বাসা, কর্মস্থল ও অন্যান্য দৈনিক যাতায়াতের স্থান সেইভ করে রেখেছেন, তাদের সেসব যায়গায় পৌঁছাতে কতক্ষন দেরি হতে পারে তাও দেখাবে গুগল।

এ সেবার ফলে হঠাৎ সৃষ্টি ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার আগেই পূর্ব সতর্কতা পাওয়া যাবে।

আশা করা যায় শিগগির গুগল ম্যাপসে বাস ও ট্রেনের ভাড়া ও শিডিউলও বাংলাদেশের জন্য যুক্ত করা হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT