শেরপুরের ঝিনাইগাতীতে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঘাঘরা কবিরাজ পাড়া গ্রামের মৃত কাজিমউদ্দিনের ছেলে সাহেব আলী ও ঘাঘরা পটলপুর এলাকার ফিরুজ মিয়া। আহতরা হচ্ছেন- সালদা গ্রামের শহিজ উদ্দিনের ছেলে শাহজামাল, হাতিবান্ধা গ্রামের মফিজলের ছেলে সোহেল মিয়া, বালুচর গ্রামের সাখাওয়াতের ছেলে রোকন মিয়া, চরসাপমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শান্ত মিয়া, সদর উপজেলার দুদু মিয়ার ছেলে হযরত আলী ও প্রতাবনগর গ্রামের আদিব মণ্ডলের ছেলে ইজিবাইক চালক মোরাদ মিয়া।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শেরপুরগামী ইজিবাইক ও ঝিনাইগাতীগামী প্রাইভেটকারটি উপজেলার তেতুলতলা বাজার এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাহেব আলী ঘটনাস্থলেই এবং ফিরোজ মিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাদের দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।