জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
গতকাল সোমবার সকালে ঝিনাইদহ শহরের উপকন্ঠে প্রতিষ্ঠিত কৃষিপ্রশিক্ষণ ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন । তিনি সরকারী এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন। কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষিবীদ নাজিম উদ্দীন, কৃষিবীদ ড. মনিরুজ্জামান সহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। জেলাপ্রশাসক বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, সরকারের লক্ষ্য কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করা। তিনি ইনস্টিটিউটের শিক্ষার পরিবেশদেখে মুগ্ধ হন এবং আগামীতে সবধরনের সহযোগিতার আশ^াস দেন। তিনি সকলকে সঠিক ভাবে দ্বায়িত্ব পালনের পরামর্শ দেন।