কুষ্টিয়া প্রতিনিধি : “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ-স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ“ এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সময় জেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে নিজে কার্যালয়ের সামনে থেকে এক বণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীরীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। এসময় তিনি বলেন ,বাংলাদেশে এই প্রাণীসম্পদ সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব কেবল সম্ভব হয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তাদের কারনে। সরকারের প্রষ্ঠপোষকতায় তারা ভালো কাজ করছে বলেই এ সেক্টরে বিপ্লব ঘটেছে। গবাদীপশু পালন করে স্বাবল¤॥^ী হয়েছে এদেশের মানুষ উল্লেখ করে হানিফ বলেন, এক সময় বাংলাদেশে আমিষের ঘাটতি ছিলো। এখন ১৬ কোটিরও বেশি মানুষের বসবাস। অথচ বর্তমানে আগের তুলনায় আবাদী জমি কমে গেছে, খালবিল শুকিয়ে গেছে। প্রাকৃতিক ভারসাম্যর জন্য পুকুর দরকার সেগুলো ভরাট করে দিচ্ছে। এতোকিছুর পরেও এখন আর আমাদের দেশে আমিষের অভাব নেই। বাংলাদেশ এখন মৎস্য রপ্তানী করে চতুর্থ স্থান দখল করে আছে। এই মেলায় ১৫টি ষ্টল অংশগ্রহণ করে। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী।
ছবি : কুষ্টিয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
এস এম জামাল, কুষ্টিয়া থেকে।