ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে আড়াই’শ কৃষকদের মাঝে বিনামুল্যে জিংক সমৃদ্ধ (ব্রি-ধান -৬২ ও ৭৪)ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদে এ ধান বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (আলাউদ্দীন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারা’র নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর এআরডিও কৃষিবিদ মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী প্রফুল্ল কুমার, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম।
পরে হারভেস্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন ধারার আয়োজনে ওই এলাকার আড়াই’শ কৃষকদের মাঝে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়।