মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন। ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব ইয়াসমিন বেগম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু,জেলা আওয়ামীলীগের নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ,সিভিল সার্জন রাশিদা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান,সাংবাদিক সাজ্জাদ আহমেদ, প্রশাসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। উল্লেখ্য, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে কোটচাঁদপুর উপজেলায় ৭৬ কোটি টাকা ব্যায়ে ৪৪৪ কিলোমিটার লাইনের মাধ্যমে ২৫ হাজার ২’শ ৫৯ টি সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।