ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং-এ দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেন ধাক্কা দেওয়ায় একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার ভোর পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে তিন ঘণ্টা পর সকাল সোয়া ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, ভোর পৌনে ৪টার দিকে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রাকটি রেললাইনের উপর বিকল হয়ে পড়ে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ট্রাককে ধাক্কা দেয় হয়। এতে বিকল ট্রাকের পিছনে থাকা আরেক ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে পাঠানো হয়েছে।
সকাল সোয়া ৭টার দিকে এ রুটে ট্রেন চলাচল এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।