টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে অন্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।
তিনি ওই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রিজাইডিং অফিসার কেন্দ্রটির ভোট গ্রহন স্থগিত করেছেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।