সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইতিহাস গড়লেন মার্কিন পপ-সুপারস্টার কেটি পেরি। টুইটারের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার এখন তার দখলে। আর সেটি যেনতেন সংখ্যা নয়, পুরো ১০০ মিলিয়ন বা ১০ কোটি! এ উপলক্ষে টুইটারের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় ৩২ বছর বয়সী এই সুপারস্টারকে। এক বার্তায় বলা হয়, 'অভিনন্দন কেটি পেরি, প্রথম ১০০ মিলিয়ন ফলোয়ারের জন্য। তোমার প্রতি রইল ভালবাসা।' আর এ রেকর্ডের মালিক হতে কম কষ্ট করতে হয়নি কেটি পেরিকে। সম্প্রতি নিজের জীবনাচারণ তার অনুসারীদের সঙ্গে শেয়ার করার জন্য এক টানা ৯৬ ঘণ্টা সরাসরি লাইভে ছিলেন তিনি। ওই সময়ের মধ্যে তার প্রাত্যহিক জীবনের ঘুম, ইয়োগা শরীর চর্চা, কুকুরের সঙ্গে আলিঙ্গনও শেয়ার করা হয়েছিল। প্রসঙ্গত, টুইটারে ফলোয়ারের দিক থেকে ৯৭ মিলিয়ন বা ৯ কোটি ৭০ লাখ ফলোয়ার নিয়ে কেটি পেরির পরে আছেন আরেক পপ স্টার জাস্টিন বিবার। বিবারের পরে আছেন টেইলর সুইফট। বর্তমানে টুইটারে তার ফলোয়ার ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ।