শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
টেক্সাসে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে অন্তত ৪৪ জন নিহত
প্রকাশ: ১০:২৮ am ০৩-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৩০ am ০৩-০৯-২০১৭
 
 
 


টেক্সাসে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে অন্তত ৪৪ জন নিহত ও ১০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৪৮০ কিলোমিটার এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়ঙ্কর হারিকেন হার্ভের আঘাতের ফলে হাস্টন শহরের ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত বেইমোন্ট শহরে পানীয় জল সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন পুলিশ এবং সেনাবাহিনী টেক্সাসের বিভিন্ন এলাকায় আটকে পড়া হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। টেক্সাসের ৭,৭৯,০০০ জন বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে এবং ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কায় ৯,৮০,০০০ জন স্বেচ্ছায় তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর পাওয়া গিয়েছে। ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে অন্তত ৪৪ ব্যক্তি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, আরও ১৯ ব্যক্তি এখন নিখোঁজ রয়েছেন। প্রায় ১,৮৯,০০০টি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিদ্যুৎ নেই৷ ১,০০,০০০টি বাড়ি বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT