যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি কন্টেইনারবাহী ট্রাকের ভেতর থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে সান অ্যান্টনিওতে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়ালমার্টের গাড়ি পার্কিং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকের ভেতর থেকে আরো ৩০জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হিটস্ট্রোক বা পানিশূন্যতায় ভুগছিলেন।
সান অ্যান্টনিও’র পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস ওয়ালমার্টের কর্মচারীদের বরাত দিয়ে জানিয়েছেন, কন্টেইনারের ভেতর থেকে এক ব্যক্তি বের হয়ে এক কর্মচারীর কাছে পানি চায়। ওই কর্মচারী তাকে পানি পান করতে দেয় এবং পুলিশের কাছে ফোন করে বিষয়টি জানায়। পুলিশ কন্টেইনারের ভেতর থেকে আটজনের লাশ উদ্ধার করে। এসময় ৩০ জনকে অসুস্থ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়।
অগ্নিনির্বাপন বাহিনীর মুখপাত্র জো অ্যারিংটন জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জনের অবস্থা জটিল। আর ১৩ জনের অবস্থা গুরুতর। কন্টেইনারের এয়ার শীতলীকরণ যন্ত্রটি কাজ না করায় ভেতরে বাতাস প্রবেশ করতে পারেনি।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটি কোথা থেকে এসেছে এবং কতক্ষণ ওয়ালমার্টের সামনে রাখা ছিল এ ব্যাপারে তারা কিছুই জানেন না।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।