শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ট্রাম্পের আয়কর রিটার্ন প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
প্রকাশ: ০৩:০৯ pm ১৬-০৪-২০১৭ হালনাগাদ: ০৩:১১ pm ১৬-০৪-২০১৭
 
 
 


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্ন প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের ১৫০টিরও বেশি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রে বার্ষিক আয়কর জমা দেয়ার শেষ দিন শনিবার এ বিক্ষোভ হয়েছে।

গত চার দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা নির্বাচনের আগেই তাদের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প নিজের আয়কর রিটার্ন প্রকাশ না করে  এ ক্ষেত্রে নজির সৃষ্টি করেছেন। তিনি নির্বাচনের আগে দাবি করেছিলেন, তার আয়কর রিটার্নের ব্যাপারে কারো কোনো মাথাব্যাথা নেই। কিন্তু জনমত জরিপ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ জনগণ ট্রাম্পের আয়কর রিটার্ন প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের দাবি, ট্রাম্পের সঙ্গে কাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং এর স্বার্থ প্রেসিডেন্ট হওয়ার পর স্বার্থ সংশ্লিষ্ট সংঘাত রয়েছে কি না তা জানা প্রয়োজন।

শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটেল, সানফ্রান্সিসকো, শিকাগো ও বার্কলেসহ বিভিন্ন শহরে অন্তত ১৫০টি বিক্ষোভ মিছিল বের হয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলে শহরের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের একদল সমর্থক বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ এখান থেকে অন্তত ১৪ জনকে আটক করে।

ওয়াশিংটনে চাক ওয়াশ নামে এক  বিক্ষোভকারী বলেছেন, ‘ আমি মনে করি তার (ট্রাম্পের) বিনিয়োগ, অনুদান এবং তার কোনো ধরণের ঝামেলায় আটকে পড়ার বিষয়ে আমরা যা জানি তা বেশ জটিল।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT