‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ স্লোগানকে সামনে রেখে ঢাকায় শুরু হচ্ছে করপোরেট এবং উদ্যোক্তাদের নিয়ে বিজনেস ইনোভেশন সামিট এবং আইডিয়া চ্যালেঞ্জ। বিজনেস এবং কাপোরেটে নিজেদের পারফরমেন্স প্রদর্শনের নানা দিকনির্দেশনা পাওয়া যাবে অনুষ্ঠানে। অন্যদিক যেকোনো বিজনেস আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকছে। বিজনেস চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য ২০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করে হবে। অন্যদিকে সামিটে আসতে নিবন্ধনের শেষ সময় ২৬ জুলাই। বাছাইকৃত আইডিয়া নিয়ে ২২ জুলাই অনুষ্ঠিত হবে বুট ক্যাম্প। পরবর্তী সময়ে আগামী ৫ আগস্ট ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইনভেন্টরের সামনে আইডিয়া উপস্থাপন করতে বলা হবে। বিজয়ীদের আর্থিক সুবিধা, ছয় মাসের মেন্টরশিপসহ বিজনেসকে এগিয়ে নিতে অনেক ধরনের সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে এই সামিটে উপস্থিত থাকবেন আমরা নেটওয়ার্কস লিমিটেডের হেড অব মার্কেটিং সোলায়মান সুখন, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী, বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ডেল আমেরিকার পরিচালক মোহাম্মদ জামান, কাজী আইটির সিইও মাইক কাজী এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। তারা নতুন ব্যবসায় শুরু এবং চাকরি ক্ষেত্রের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। এছাড়া করপোরেট ম্যানার, লিডারশিপ মাইন্ডসেট, বিজনেস ডিসিশন্সের বিভিন্ন দিক এবং চাকরিতে যোগদানকারীদের ক্ষেত্রে করণীয় বিষয়ে প্যানেল আলোচনার মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হবে। বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, বর্তমানে পৃথিবীব্যাপী ব্যবসায়িক জগতে নতুন উদ্যোগের পাশাপাশি উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তার আলাদা কদর বাড়ছে। আর এজন্যই আমাদের দেশের তরুণদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং করপোরেট আয়করদের পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এই আয়োজনে অংশগ্রহণকারীরা করপোরেট লাইফ ও বিজনেস লাইফ দুই সম্পর্কেই ধারণা পাবেন।
নিবন্ধনের ঠিকানা : bif.org.bd/bis.