ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগে দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিবের মর্যাদায় আরও পাঁচজনের দফতর বদল করে আদেশ জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. আব্দুল মান্নান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রমজান আলীকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩) প্রকল্পের অতিরিক্ত মহাপরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মঞ্জুর রহমানকে সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব বেগম মাহমুদা মিন আরাকে তথ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব বেগম রুহী রহমানকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।