ভারতের তামিলনাডুতে ট্রাকের সঙ্গে যাত্রাবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাজ্যের থানজাভুর জেলার ভাল্লাম শহরের একটি ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী বাসটি ৬০ জন যাত্রী নিয়ে তিরুপ্পুর থেকে কুমবাকোনাম যাওয়ার পথে ফ্লাইওভারে সামনে থাকা রডবাহী ট্রাকটিকে সরাসরি ধাক্কা মারলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইদাপ্পাদি পালানিস্বামি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। সূত্র: এনডিটিভি