সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ যাত্রী।
শুক্রবার (১ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের ওই বাস কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করার সময় ফেঞ্চিগেটই এলাকায় সংঘর্ষে জড়ায়। এসময় দু’টি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিন বাসযাত্রী। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও একজন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। আহতদের মধ্যে আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও বলে জানান ওসি।