তিন দিনের সফরে আগামী তিন অক্টোবর ঢাকা আসছেন ভারতের র্অথমন্ত্রী অরুণ জেটলি। সফরকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও হোটেল সোনারগাঁয়ে দুটি সেমিনার বক্তব্য দিবেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরে ভারতের কোনো প্রভাবশালী মন্ত্রীর এটাই প্রথম সফর। এর পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের কথা রয়েছে। সঙ্গত কারণেই এই সফরতে যথেষ্ট গুরগত্ব দেয়া হচ্ছে। গত ২ জুলাই তার ঢাকা সফরের কথা থাকলেও ভারত সরকার পরে তা স্থগিত করে। তার এ সফরে দুদেশের অর্থমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে অরুণ জেটলির। গত এপ্রিলে প্রধানমন্ত্রী হাসিনার সফরে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ–কানেক্টিভিটি খাতে ৩৫ টি ডকুমেন্ট ও একটি চুক্তি সই হয়। বলা হয়ে থাকে এই সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে।