তিন গৃহবধূসহ নাটোর, নরসিংদী, ফেনী ও ময়মনসিংহে চারজন খুন হয়েছে। এ ছাড়া লালমনিরহাট ও শেরপুরে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : নাটোর : নাটোরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হাসনা হেনাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শরিফুল ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার সকালে নাটোর সদর উপজেলার করোটা গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিহতের বাবা জয়নাল মুন্সি জানান, প্রেমের সম্পর্কে গত চার বছর আগে সদর উপজেলার করোটা গ্রামের সামসুল হকের ছেলে শরিফুল ইসলামকে বিয়ে করেন হাসনা হেনা। বিয়ের কিছু দিন পর থেকেই হেনাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী ও তার পরিবারের সদস্যরা। চাপের মুখে মেয়ে জামাইকে নগদ এক লাখ টাকা যৌতুক দেন তিনি। এরপরও তাদের চাহিদা বাড়তে থাকে এবং পরবর্তীতে দুই লাখ টাকা দাবি করে। এ নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। ছয়-সাত মাস পরে হাসনা হেনা ও শরিফুল ইসলাম পুনরায় বিয়ে করে সংসার শুরু করেন। এরপর আবার যৌতুকের দাবিতে বৃহস্পতিবার রাতে হাসনা হেনার স্বামী শরিফুল ইসলাম তাকে মারধর করে। পরে মেয়ে তাকে মোবাইল ফোনে জানায় যৌতুকের জন্য তাকে মারধর করা হচ্ছে। রায়পুরা : নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় গত শনিবার সকালে নিলুফা নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার তুলাতুলী গ্রামের রাসেলের স্ত্রী এবং উত্তর বাখারনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। নিহত নিলুফার শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বলে প্রচার করলেও নিহতের মা-বাবা-ভাইসহ পরিবারের অভিযোগ তাকে মেরে ফাঁসিতে ঝোলানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত নিলুফার ভাই রাজীব জানান, গত ১১ মাস আগে রাসেলের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের সময় রাসেলকে ২ লাখ টাকা নগদ যৌতুক হিসেবে দেওয়া হয়। ঈদের দিন সকালে ভাই রাজীবের কাছে মোবাইল ফোনে নিলুফা কোরবানি গোশত ও নগদ ৫শ’ টাকা পাঠানোর কথা বলে। কথা মতো রাজীব তার চাচাতো ভাই সজলকে দিয়ে টাকা ও কোরবানি গোশত পাঠালে এসে দেখে বাড়িতে কেউ নেই। তবে একটি ঘরের দরজা খোলা। সজল ঘরে ভেতরে গিয়ে নিলুফাকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে বাড়িতে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোনাগাজী : ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে রোববার সন্ধ্যায় আছমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের মায়ের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন পিটিয়ে ও শ্বাসরোধে তার মেয়েকে হত্যা করেছে। নিহতের পরিবার জানায়, নাবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুজা উদ্দিনের ছোট ছেলে বোরহান উদ্দিন আহমেদের সঙ্গে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের গ্রামের কাতার প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে আছমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় স্বামী বোরহান উদ্দিন, বাসুর মেজবাহ উদ্দিন ও সাইফু উদ্দিন সাজু আছমাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্বামী বোরহান উদ্দিন। সোনাগাজী থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ছোট ভাইয়ের বৌয়ের দায়ের কোপে ভাসুর আবদুল কাদের ফকির (৬৮) খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে কবির বাদী হয়ে তার চাচা ও চাচিকে আসামি করে মামলা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জমিতে গরু চড়ানো নিয়ে কাচিনা গ্রামের আবদুল হামিদের সঙ্গে তার বড় ভাই আবদুল আজিজ মাস্টারের স্ত্রী মুর্শিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দা দিয়ে বাড়ির আশপাশের কলাগাছ কাটতে শুরু করলে বাধা দেওয়ায় মুর্শিদা দেবর আবদুল হামিদকে মারধর করে। এ সময় হামিদকে রক্ষা করতে এগিয়ে এলে মুর্শিদা খাতুন তার ভাসুর আবদুল কাদেরের বুকে দা দিয়ে কোপ দেয়। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিত্সক তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে দুপুর দেড়টায় তিনি মারা যান। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, এ ঘটনায় মূল আসামি মুর্শিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। লালমনিরহাট : সদর উপজেলায় নাজমুল ইসলাম (১৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতু টোলপ্লাজা সংলগ্ন জুম্মাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের দালাপাড়া এলাকার আবদুল আউয়ালের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শেরপুর : নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের একটি বাড়ি থেকে গত রোববার রাতে আশারু (৫০) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহর খামারবাড়ির ভিটায় একটি ঘরে থেকে হুইল চেয়ারে করে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন আশারু। রোববার বিকেলে আশ্রয় নেওয়া ঘরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।