দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তাদের এই পদের মেয়াদ হবে সর্বোচ্চ চার বছর।
এমন বিধান রেখে প্রতিরক্ষা বাহিনীর প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপিরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগে তিন বাহিনীর প্রধানদের মেয়াদ সম্পর্কিত কোনো আইন ছিল না। তাই তাদের মেয়াদ নির্দিষ্ট করে আইন করা হচ্ছে।’
‘খসড়া আইনে বলা হয়েছে, জনস্বার্থে যদি অবসর প্রদান করা না হয় বা বাহিনী প্রধান যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ না করেন, তাহলে একসঙ্গে ও বর্ধিতকরণসহ নিয়োগের অনূর্ধ্ব (সর্বোচ্চ) মেয়াদ হবে চার বছর,’ বলেন সচিব।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনে প্রতিরক্ষা বাহিনী বলতে সেনা, নৌ ও বিমান বাহিনীকেই বুঝাবে। তাদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মূলত বাহিনী প্রধানগণ চার বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। বর্তমানে তাদের দায়িত্বের কোনো সময়সীমা নির্ধারিত নেই।
বাহিনীর প্রধানদের বেতন মন্ত্রিপরিষদ সচিবের সমান করা হচ্ছে জানিয়ে শফিউল আলম বলেন, ‘তিন বাহিনীর প্রধানদের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের সমান অর্থাৎ ৮৬ হাজার টাকা। অন্যান্য ভাতা আগের মতোই বহাল থাকছে। তারা বাড়ি, গাড়িসহ সাত ধরনের সুবিধা পাবেন।’