থার্টি ফাস্ট নাইটে যা কিছু করার তা ঘরের মধ্যেই করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, গান-বাজনা-অনুষ্ঠান করতে দেয়া হবে না। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তার কথা ভেবেই উন্মুক্ত স্থানে না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা কিছু হবে সব ঘরের মধ্যে।
রমনার বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ঢাকা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের ওই উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওইদিন সব বার বন্ধ থাকবে। মাদকদ্রব্যের ব্যবহারও যাতে না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান (প্রশাসন ও অপারেশন), জাবেদ পাটোয়ারী (স্পেশাল ব্র্যাঞ্চ), আবুল কাশেম (রেলওয়ে পুলিশ) ও নওশেরুজ্জামান (মানবসম্পদ)সহ অন্যরা উপস্থিত ছিলেন।