জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর দক্ষিণখানের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।
সূর্য ভিলা নামের তিনতলা ভবনের নিচতলায় তারা অবস্থান করছে। সেখানে নারী ও শিশু রয়েছে বলেও জানা গেছে।
শনিবার ভোররাত থেকে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। তবে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও রয়েছে। এ ছাড়া প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, বাড়িটিতে নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন। এ ছাড়া নারী ও শিশু রয়েছে। তাদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।
সকালে ঘটনা স্থলে ফায়ার ব্রিগেডের ইউনিট এসে পৌঁছেছে। ইউনিটের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় কোনও ধরনের ফায়ার ফাইটিংয়ের বিষয় থাকলে তারা ভূমিকা রাখবেন।
এদিকে অভিযান চালাতে কিছুটা সময় নিচ্ছে পুলিশ। ধারনা করা হচ্ছে আস্তানার ভেতরে নারী-শিশুও থাকতে পারে বলেই, এই বিলম্ব।
পুলিশ সূত্র জানায়, বাড়ির ভেতরে চার জন আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নিহত মেজর জাহিদের স্ত্রী এবং আজিমপুরে নিহত তানভীর কাদীরী ছেলে আছে বলে ধারণা করা হচ্ছে।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামও এ বিষয়ে সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভেতরে যোগাযোগ স্থাপন করেই তারা জেনেছেন যে ভেতরে যারা রয়েছেন তারা নব্য জেএমবির সদস্য। তাদের আত্মসমর্পনের জন্য বলা হয়েছে। তবে সকাল পৌনে নয়টা পর্যন্ত তারা সে বিষয়ে কোনো সাড়া দেয়নি।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশের মহাপরিদর্শক আসাদুজ্জামান পৌঁছাবেন। তিনি পৌঁছালে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, কিছুখন পর এ অভিযানের বিষয়ে একটি প্রেস ব্রিফিং করা হবে।