দক্ষিণ সুদানে ৪৪ জন যাত্রী নিয়ে সোমবার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির ওয়াউ বিমানবন্দরে দ্য সাউথ সুপ্রিম এয়ারলাইনারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজটি রাজধানী জুবা থেকে ওয়াউ শহরের ওই বিমানবন্দরে অবতরণ করছিল।
বিমান সংস্থাটির ব্যবস্থাপক স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল কুরিয়ারকে জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্তের আগেই সব যাত্রীকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থল থেকে এক সাহায্যকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, একজনও নিহত হয়নি। তবে এ মুহূর্তে বেশ কয়েকজন আহত ব্যক্তি রয়েছেন সেখানে।
জেমস ডিমো ডেং নামে এক সাংবাদিক বলেছেন, দুর্ঘটনায় ১৭-১৮ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।