দিনের পর দিন রোহিঙ্গাদের টেনে নেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু মুখের কথায় কোনো কাজ হবে না, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে ২৫ আগস্টের পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
কিন্তু পালিয়ে আসা ও ক্যাম্পে আশ্রয় নেয়াদের মতে, নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারে স্থাপিত ইউএনএইচসিআরের ক্যাম্পে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।